Nishat Tasnim -
মানুষের দেহে লোম বৃদ্ধির মূল কারণ হচ্ছে হরমোন ও জিন। এমন হরমোন হচ্ছে অ্যান্ড্রোজেন। অনেকেই অ্যান্ড্রোজেনকে পুরুষ হরমোন বলেন, তবে অ্যান্ড্রোজেন পুরুষ ও নারী উভয়ের দেহেই উৎপাদন হয়। নারী দেহে অ্যান্ড্রোজেন এর উৎপাদন বেড়ে গেলে অতিরিক্ত লোম দেখা দেয়। শরীরে অতিরিক্ত লোম থাকাকে বলে Hirsutism। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে।