প্রোটিন সংশ্লেষের পরবর্তী অধ্যায় হচ্ছে ট্রান্সলেশন।
যে প্রক্রিয়ায় mRNA অণুতে অবস্থিত বেসের অনুক্রম অ্যামিনাে এসিডের অনুক্রমে রূপান্তরিত হয়ে প্রোটিন শৃঙ্খল গঠন করে তাকে ট্রান্সলেশন বলে।
এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের tRNA অণুর রাইবােজোম প্রয়ােজন হয়। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্রপথে সাইট্রোপ্লাজমে আগত mRNA অণু রাইবােজোমের সঙ্গে যুক্ত হলে তখন এ প্রক্রিয়া সংঘটিত হয়।