সাধারণত হাই উঠে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে গেলে। কিন্তু এইখানে উনি জানতে চাচ্ছেন ওনার হাই উঠলে ওনার আশেপাশের লোকজনের ও হাই উঠে কেন!এক্ষেত্রে অক্সিজেনের ব্যাপারটা মূলত দায়ী বিষয়বস্তু নয়।
একজনকে দেখে অন্যজনের হাই ওঠার পেছনে দায়ী হচ্ছে মস্তিষ্কের মিরর নিউরন। এই নিউরনের কারণেই কেউকে কাঁদতে দেখলে আমাদের ও খারাপ লাগা কাজ করে, হাসতে দেখলে আমাদের ও হাসি আসে! মোট কথা এই ধরনের যাবতীয় সংক্রামক আচরণ গুলোর জন্য মিরর নিউরন দায়ী।