অনেকে মনে করেন, তার রক্ত বুঝি মশার কাছে মিষ্টি লাগে। তাই তাকে মশার কামড় বেশি খেতে হয়। কথাটি কিছুটা সঠিক। বিশেষ রক্তের গ্রুপের মানুষকে মশা একটু বেশিই কামড়ায়। দেখা গেছে, 'ও পজিটিভি' এবং ' ও নেগেটিভ' দুই গ্রুপধারী মানুষকেই মশা বেশি কামড়ায়। গবেষণায় দেখা গেছে, মশা 'ও' গ্রুপের মানুষকে 'এ' গ্রুপের মানুষের চেয়ে দ্বিগুণ কামড়ায়। সুতরাং ও গ্রুপ রক্ত থাকলে সাবধান, দুই হাতে মশা তাড়িয়ে যেতে হবে। এ ছাড়া আর উপায় নেই।