হ্যা পরীক্ষাগারে /কৃত্রিমভাবে হীরা বানানো সম্ভব। এই হীরা Lab created diamonds, engineered diamonds, cultured diamonds, synthetic diamonds নামে পরিচিত।
মূলত বাজারে এখন যে হীরা পাওয়া যায় তার বেশিরভাগ synthetic diamond। আসল হীরার সাথে এদের গঠনগত তেমন পার্থক্য নেই।
Synthetic diamond এর জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারন হচ্ছে Movie: Blood Diamond । এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে পিওর ডায়ামন্ড আপনার আঙুলে পৌছানো হয়, কত রক্তের বিনিময়ে।
Synthetic Diamonds এর প্রাইজ ৩০% কম অরিজিনাল থেকে।
এখন আপনি কিভাবে বুঝবেন একটি হীরা অরিজিনাল নাকি Synthetic?
এটা চোখে দেখে বা হাতে ধরে বুঝতে পারবেন না। যে কোম্পানিগুলো synthetic বানায় তারা সীল করে দেয়। আর বড় বড় জুয়েলার্সে লেজার মেশিন,IIa থাকে যার মাধ্যমে তারা বুঝতে পারে আসল না Synthetic .
এটা ল্যাবে বানানো হয় বলে Synthetic Diamond এর প্রাইজ এত ও কম না। ভালই দাম। ল্যাবে ভালই খরচ হয় এই ডায়ামন্ড বানাতে।
SHAHJALAL