সাধারণভাবে ধমনি থেকে শিরায় রক্ত যেতে ধমনী> উপধমনী> কৈশিক জালিকা> উপশিরা> শিরা এভাবে যায়। কৈশিকজালিকা দিয়ে যেতে অক্সিজেন ও নিউট্রিয়েন্টগুলো উচ্চচাপের কারনে বের হয়ে কোষে পৌঁছে আর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড, অন্য বর্জগুলো নিম্নচাপ অঞ্চলের শিরায় পৌঁছে।
কিডনিতে কৈশিক জালিকা একটা আছে, একে পেরিটিউবিউলার ক্যাপিলারী বলে। কিডনিতে গ্লোমেরুলাস নিজে ক্যাপিলারীর কাজ করে, কিন্তু অধিকাংশ কৈশিকজালিকার মতো গ্লোমেরুলার কৈশিকজালিকা উপশিরায় না মিশে নির্গমনি উপধমনীতে মিলিত হয়।
কারন উপশিরার রেজিস্টেন্স কম, উপধমনীতে রক্তের রেজিস্টেনস বেশি থাকায় উচ্চ চাপে গ্লোরেলাসের বর্জ্য সুক্ষ্মভাবে নিঃ সরন হবে। এতে মুত্র তৈরি হয়ে বর্জ্য বের হবে যা কিডনীর প্রধানতম কাজ।
SHAMS