হারপিক এক ধরণের টয়লেট ক্লিনার। হারপিকে সক্রিয় উপাদান হিসেবে থাকে হাইড্রোক্লোরিক এসিড (HCL)। এছাড়াও থাকে ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3)। হাইড্রোক্লোরিক এসিড মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। অসাবধানতাবশত বা নিজেকে ক্ষতি করার উদ্দেশ্যে কেউ হারপিক খেয়ে ফেললে তা কন্ঠনালী, পাকস্থলী, পাকস্থলীর মেমব্রেন, অন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। মৃত্যু হবে নাকি হবেনা তা নির্ভর করে কতটুকু হারপিক খাওয়া হয়েছে তার উপর।
Nishat Tasnim