এক্সটাসেন্সরী পারসেপশন হচ্ছে “ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই অবগতি”। আমাদের পরিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে জানার জন্য আমরা সাধারণত আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করে থাকি। যেমন- চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক ইত্যাদির সাহায্যে আমরা যথাক্রমে দেখি, শুনি, ঘ্রাণ নেই, আস্বাদন লাভ করি ও স্পর্শ অনুভব করি। ই.এসপি. অর্থ হল এই পাঁচটি অঙ্গের মধ্যে কোনটির সাহয্য না নিয়ে পৃথিবী সম্পর্কে কিছু কিছু সংবাদ সংগ্রহ করা; যেমন- কোন ব্যক্তির মনে কি আছে তা অবগত হওয়া, ভবিষ্যৎ সম্পের্কে জ্ঞানলাভ করা, অনেক দুরে কোন ঘটনা ঘটলে সে সম্পর্কে অবগত হওয়া ইত্যাদি। কিছু কিছু লোকের এ ধরনের ক্ষমতা আছে বলে মনে করা হয়।