ঔষধের নাম ৩ ধরনের হয়-
১. কেমিক্যাল নাম: কেমিক্যাল গঠনের উপর ভিত্তি করে IUPAC এর দেয়া নাম।
২. জেনেরিক নাম: ঔষধের ক্লাস / কাজ বিবেচনায় হয়। ২ভাবে হয়-
ক) এপ্রুভড নেম:
~ব্রিটিশ= BAN
~ আমেরিকা= USAN
খ) অফিশিয়াল নেম
৩. ব্রান্ড / ট্রেড নেম: ঔষধ কোম্পানি অন্যান্য কম্পানির নামের সাথে তুলনা করে এ নাম দেয়।
যেমনঃ প্যারাসিটামল এর ক্ষেত্রে,
1.Chemical name= N-(4- hydroxyphenyl) acetamide.
2.Generic name:
a) BAN= paracitamol
b) USAN= Acetaminophen
& Official name= acetaminophen
3.brand name = napa, Ace plus etc