কল্পনা নয়, সত্যিই এমন এক গ্রহের সন্ধান মিলেছে যার আকাশে দুটি নক্ষত্র । ১৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত সেই গ্রহটি আবিষ্কার হয়েছে ২০১৯ সালে। নাসার উৎক্ষিপ্ত টেস উপগ্রহের মাধ্যমে সৌরজগতের বাইরে থাকা এমন গ্রহকে খুঁজে বের করা সম্ভব হয়েছে যা তার দুটি নক্ষত্রকে আবর্তণ করে চলেছে। গ্রহটির নাম TOI 1338 B । গ্রহটির আকার নেপচুন ও শনি গ্রহের মাঝামাঝি। সেই গ্রহ যে দুটি নক্ষত্রকে একত্রে ঘুরে বেড়াচ্ছে , তার একটি আমাদের সূর্যের থেকে প্রায় ১৫ শতাংশ বড় এবং অন্যটির আকার সূর্যের থেকে ছোট।