বিজয় আর অভ্র এর প্রতিষ্ঠাতা ভিন্ন তাই এদের ধরণও আলাদা আলাদা।
বিজয় কি-বোর্ড দিয়ে লেখার সময় আমাদের সবসময় বাংলা অক্ষর ব্যবহার করতে হয়।আলাদা ফলা ইত্যাদিও থাকে।কিন্তু অভ্র বিজয় থেকে ধরতে গেলে সম্পূর্ণ ভিন্ন।এই কি বোর্ড ফোনেটিক মানে উচ্চারণের সাহায্যে লিখা লাগে আর উচ্চারণগুলো মূলত ইংরেজি অক্ষরের হয়ে থাকে।যেমন ami টাইপ করলে লিখা হয় আমি।যেখানে বিজয়ে টাইপ করা লাগে [ অ+া+ম+ি]।
আর বিজয় থেকে অভ্রতে লেখালেখি খুব সুবিধা আর জনপ্রিয়ও বলা যায়!