আগে দেখতে হবে সূর্য কি আসলেই হাইড্রজেন পোড়ায় ?? পোড়ায় না সূর্য হাইড্রজেন ফিউশন ঘটায় সূর্য চারটি হাইড্রজেন গ্যাস কে দুটি হিলিয়ামে রূপান্তরিত করে এর ফলে ভরের তারতম্য ঘটে এবং কমে যায় ওই ভরটাই রুপান্তরিত হয় শক্তিতে আর এইসব ম্যাকানিজ ঘটায় সূর্য তার অস্তিত্ব বজায় রাখার জন্য শক্তি উৎপাদনের জন্য।