যে সব প্রাণীর ভ্রূণে দুটিমাত্র কোষস্তর, যেমন- এক্টোডার্ম ও এন্ডােডার্ম থাকে, সেগুলােকে দ্বিস্তরবিশিষ্ট বা ডিপ্লোব্লাস্টিক (diploblastic) প্রাণী বলে। এ দুই স্তরের মাছে অকোষীয় জেলির মতাে মেসােগ্লিয়া (mesogloea) থাকে। Cnidaria পর্বের সব প্রাণীই দ্বিস্তরবিশিষ্ট।