আকৃতিগত ও প্রকৃতিগত পারস্পরিক সাদৃশ্য-বৈসাদৃশ্যের ভিত্তিতে নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীদের রাজ্য, পর্ব, শ্রেণি, বর্ণ, গােত্র, গণ ও প্রজাতিতে দলভুক্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে। প্রাণিবিজ্ঞান চর্চার শুরু থেকেই অনেক বিজ্ঞানী প্রাণিদের শ্রেণিবদ্ধ করার চেষ্টা করেছেন। জীবদের আধুনিক শ্রেণিবিন্যাসে সবচেয়ে বেশী অবদান রাখেন সুইডিস বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস। তাঁকে আধুনিক শ্রেণিবিন্যাসবিদ্যার জনক বলা হয়।