আমাদের গ্রহগুলি জড়তার কারণে ঘুরতে থাকে। স্থির বস্তুকে বল প্রয়োগ না করা পর্যন্ত সেটি স্থির থাকে এবং গতিশীল বস্তুকে বল প্রয়োগ না করা পর্যন্ত গতিশীল থাকে। কিন্তু এইটা আমরা আমাদের পৃথিবীতে দেখতে পাই না কারণ বাতাসের ঘর্ষণ বলের কারনে কোনো গতিশীল বস্তু থেমে যায়। কিন্তু মহাকাশে বাতাস কিংবা গ্রহগুলোকে থামিয়ে দেওয়ার লোক নেই বলে গ্রহগুলো অনবরত ঘুরতে থাকে।