এন্টিভাইরাস সফটওয়্যারটি মূলত দুটি কাজ করে থাকে। প্রথমত এটি ভাইরাস শনাক্ত করে, দ্বিতীয়ত ঐ ভাইরাসের জন্য প্রতিক্রিয়াশীল কিছু করবে যদি তুমি অনুমতি দাও । ভাইরাস শনাক্ত করার প্রধান টেকনিক হচ্ছে এই সফটওয়্যারটির মধ্যে একটি ভাইরাসগুলোর বিশাল এক বিল্ট-ইন ডিকশনারি রয়েছে যা কম্পিউটারের প্রত্যেকটি ফাইলকে/প্রোগ্রামকে স্ক্যান করে দেখে, যদি কোন ফাইল/প্রোগ্রাম ডিকশনারির ফাইলের সাথে মিলে যায় তাহলে সেই ফাইলকে আর বাঁচায় কে?
প্রশ্ন হচ্ছে ডিকশনারিতে কি সব ভাইরাসের কপি আছে নাকি? না নেই, নতুন নতুন আপডেট আসলে নতুন ভাইরাস ডিকশনারিতে দেওয়া হয়, এছাড়া ডিকশনারিতে নেই এমন কোন ফাইল/প্রোগ্রাম/ওয়েবপেইজ ও যদি তাদের কাছে সন্দেহজনক মনে হয় তাহলে সেটি তোমাকে সতর্ক করে দিবে যদিও নিশ্চিত নয় ওটা ভাইরাস কিনা!
এখন কথা হচ্ছে ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার গুলো আদৌ কোন উপকার করে কিনা?
ট্রাস্টেড সফটওয়্যার কোম্পানি গুলোর ফ্রি সফটওয়্যার গুলো ক্ষতিকর নয় বরং এদের বিল্ট-ইন ডিকশনারি দিয়ে ভাইরাস ডিটেক্ট করে থাকে তবে আপডেট ছাড়া কত দিন চলবে যেখানে প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস সৃষ্টি হচ্ছে।