সাপ বিভিন্ন কারণে ফুঁসাতে পারে
১. শিকারিকে ভয় দেখাতে চাইলে
২. কারো উপস্থিতি অপছন্দ হলে এবং সাপ যদি চায় সে চলে যাক তা হলে
৩. ভীত, ক্ষুধার্ত হলে
৪. বাতাসে শ্বাস নেওয়ার সময়।
৫. এছাড়া মনে করা হয়, অন্য সাপকে হ্যালো বলার জন্যও সাপ হিস হিস শব্দ করে বা ফোঁসায়