ইসলামে সমকামীদের শাস্তি ৪ ধরণের-:
১/ পাথর ছুড়ে হ*ত্যা করা।(ইবন মাজাহ, হাদীস নং ২৬১০)
২/ ছাদ থেকে ছুড়ে ফেলে পরে পাথর ছুড়ে হ*ত্যা করা।(ইবন আবী শাইবাহ, হাদীসং ২৮৩২৮; বায়হাক্বী: ৮/২৩২)
৩/ হ*ত্যা(বিভিন্নভাবে) করা। (সুনান আবু দাউদ, হাদীস নং ৪৪৬২; তিরমিযী, হাদীস নং ১৪৫৬; ইবন মাজাহ, হাদীস নং ২৬০৯; বায়হাক্বী, হাদীস নং ১৬৭৯৬; হাকিম, হাদীস নং ৮০৪৭, ৮০৪৯)
৪/ আগুনে পুড়িয়ে ফেলা।(বায়হাক্বী/শু‘আবুল ঈমান, হাদীস নং ৫৩৮৯)
প্রথমত একজনকে চিনি, যে সমকামী ছিলো পুরোপুরি। সে অসহায় হয়ে যায়, যদিও ফ্যামিলি জানতো না তাই ফ্যামিলি একজন মেয়ের সাথে বিয়ে দেয়।
এখন সে সমকামীতা ত দূরে থাক এখন বাচ্চার বাবা।
তাছাড়া সমকামীদের মতো আচরণ থেকেও একজন ফিরে এসেছে।
তৃতীয় জন নিজে সমকামী ছিলো, বর্তমানে ফ্রান্সে এখন আলহামদুলিল্লাহ সেই পথ থেকে সেও ফিরে এসেছে।
যে যতই বলুক সমকামী, ওদের সঠিক পরিচর্যা করলে ফিরে আসবে ইন-শা-আল্লাহ।