Wiz Raffi-
পৃথিবীর সবচেয়ে দামী আম কোনটি জানেন?
তাইয়ো নো তামাগো (Taiyo no tamago) বা সূর্যের ডিম হল আমের একটি জাত, যা জাপানের মিয়াজাকি প্রদেশে উৎপাদন করা হয়।
এই জাতের এক জোড়া আম ২০১৭ সালে ফলানো হয়েছিল, যা বিক্রি করা হয়েচিল রেকর্ড মূল্যে। এর দাম ছিল ৩৬০০ ডলার বা ৩ লক্ষ টাকা (প্রায়)! প্রতিটি আমের ওজন ছিল ৩৫০ গ্রাম।
এবার আপনি নিশ্চয় ভাবছেন যে এই আমের দাম এত বেশি কেন। এক্ষেত্রে আপনাকে বলে রাখা ভাল যে এই আমের ফলনের জন্য সবচেয়ে বেশি যত্ন নেওয়া হয়ে থাকে। জাপানি কৃষকরা প্রতিটি আমকে একটি ছোট জালের মধ্যে ভরে রাখে, যাতে সূর্যের আলো আমের সমস্ত অংশের ওপর পড়তে পারে। যার ফলে এতে চুনির মতো লাল রঙ ধরে। জালের জন্য ফলটি গাছ থেকে পড়ে যায় না। আমের পুরোপুরি পেকে গেলে তারা ওই জালে আটকে পরে এবং যা পরে চড়া দামে বিক্রি করা হয়।