সময় কনস্ট্যান্ট নয় বরং পরিবর্তনশীল। অন্তত আইনস্টাইন এর বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি আমাদের তাইই বলে। সময় নির্ভর করে গতির উপর। একেকজনের গতি একেকরকম হতে পারে। তাই সময়কে আপেক্ষিক ও বলা যায়। যে যত দ্রুত যাবে তার ক্ষেত্রেও সময় তত ধীরে পাস হবে। আর এই দ্রুততার সীমা আলোর বেগ (৩ কোটি কিলোমিটার/সেকেন্ড) পর্যন্ত। আমাদের বাস্তব জীবনেও কিন্তু সকলের ক্ষেত্রে সময় একই রকম নয়। কিন্তু সময়ের এই ভগ্নাংশ এতটাই ক্ষুদ্র যে আমরা টের পাই না। এবার ধরুণ আপনি একটি রেলস্টেশনে দাঁড়িয়ে আছেন আর আপনার হাতে একটি ঘড়ি। আপনার সামনে দিয়ে একটি ট্রেন আলোর কাছাকাছি গতিতে চলে গেল। ট্রেনের ভেতরে আপনার বন্ধু আছেন এবং তার হাতেও একটি ঘড়ি। এখন যদি মেপে দেখা হয় দেখা যাবে আপনার তুলনায় আপনার বন্ধুর ঘড়িতে সময় কম পার হয়েছে। অর্থাৎ দুজনের ক্ষেত্রেই সময় ভিন্ন। যদি ইন্টারস্টেলার মুভি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ডক্টর মিলার এর গ্রহের কথা মনে থাকবে। সেই গ্রহটায় অতিক্রান্ত ১ ঘন্টা ছিল পৃথিবীর ৬ বছরের সমান।