ফোবিয়া হলো কোনোকিছুর প্রতি অনেক বেশি পরিমানে ভয় পাওয়া।বস্তুটি সাধারণ কিছুও হতে পারে।ভীড়,তেলাপোকা,ফুল,নাভি,আয়নার সামনে যাওয়া ইত্যাদি সাধারণ জিনিসকেই তারা খুব বেশি ভয় পেয়ে থাকে।মানুষ স্বভাবতই ভয় পেয়ে থাকলেও সাধারণ এই বিষয়গুলোর প্রতি তাদের ভীতি কোনোভাবেই নরমাল কোনো বিষয় না।যারা ফোবিয়াতে আক্রান্ত তারা ওই জিনিসগুলোকে এড়িয়ে চলে সর্বদা।কোনোভাবে এগুলো সম্মুখীন হলে ভয়ে কাতর হয়ে যায়।যাদের একাধিক ফোবিয়া থাকে তারা নিজেদের গুটিয়ে রাখে অনেককিছু থাকে(প্রায় ক্ষেত্রে)।এদের মাঝে এংজাইটি ডিজঅর্ডার এমন টাইপের অনেক কিছু দেখা যায়।যা মানসিক রোগের লক্ষণ।তাই বলা যায় ফোবিয়াও একটি মানসিক রোগ।
https://www.medicalnewstoday.com/articles/249347