নাহিদা আফরিন -
কোনো সাপে যে বিষ থাকে তার সেই বিষের অ্যান্টিবডি(যা বিষ কে নিষ্ক্রিয় করে) নিজের রক্তে থাকে। অর্থাৎ, একটা কোবরা একই প্রজাতির অন্য একটা কোবরাকে কামড়ালে কিছুই হয় না। কিন্তু ব্ল্যাক মাম্বা, কোবরাকে কামড়ালে সেটির মৃত্যু ঘটতে পারে। একইভাবে, উল্টোটাও সত্য।
তবে একটা বিষাক্ত সাপ আরেকটা বিষাক্ত সাপকে এড়িয়ে চলে। অকারণে শারীরিক সংস্পর্শে আসে না। একটা সাপ তার চেরা জিভের সাহায্যে আরেকটা সাপ বিষাক্ত কিনা সেই বিচার করতে পারার ক্ষমতা রাখে।