নোকিয়া এর প্রায় ধ্বংস অযোগ্যতা রিলেটেড মিমসগুলো কিছুটা হলেও সত্য!!: The Fact Check
উপরের ছবিটা মন দিয়ে দেখুন তো, ফেসবুকের কিছু ফ্যাক্ট কার্ডের জন্য ছবিটা বেশ জনপ্রিয়। এটা সংগ্রহ করা হয়েছিল মাইক্রোসফট এর General Manager of Core UX for Windows Desktop, Tablet and Phone পিটার স্কিলম্যানের টুইটার পেজ থেকে। তিনি সেই সময় নোকিয়া ফোনের এই মডেলটার উপর কাজ করছিলেন। স্কিলম্যানকে ভ্যালিড সোর্স দিতে বলা হলে তিনি সম্ভবত ব্যর্থ হন, তবে প্রায় অনুরূপ একটা ঘটনা শেয়ার করেন যেখানে সিরিয়াতে Nokia X2 মডেলের একটি সেট, বুলেট আটকে দিয়েছিল, ২০১২ সালে।
বলে রাখা ভাল, ফোনটির মডেল হল Nokia 301 এবং এই ঘটনা ঘটেছিল আফগানিস্তানে, সালটা ২০১৬ এর আশেপাশে।
যদিও ফোনটি রিপেয়ার করার অবস্থায় নেই, একই সাথে বুলেটটি কত ক্যালিবারের ছিল সেটাও জানা যায় না, তবে ভিক্টিম তার কপালকে থ্যাংক্স দিতেই পারেন।
নোকিয়া এর শক্তিসামর্থ্য নিয়ে গুঞ্জন খুব একটা পুরোনো নয়। ২০১৪ সালে Lumia 520 মডেলের একটি সেট ব্রাজিলে একজন মারাত্মক আহত পুলিশ অফিসারের জীবন বাচিয়েছিল, বুলেট আটকে দিয়ে। অর্থাৎ নোকিয়ার স্মার্টফোনও কম যায় না।
তাই বলে এই নয় যে, নোকিয়ার ফোন মাত্রই বুলেট আটকে দেবে। এটা নির্ভর করে , বুলেটটি কিভাবে এসেছে, মাঝখানে কোন বাধা ছিল কিনা (দেয়াল, কাঠ , কাচ) , বাতাসের বাধা কেমন ছিল ( বাতাস ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এর কারণে মিড থেকে লং রেঞ্জে ফ্ল্যাকচুয়েট করার প্রবণতা বেড়ে যায়), বুলেট কত ক্যালিবারের ছিল আর কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে। দুঃখের খবর হল, খবরগুলি এটা নিয়ে প্রায় কিছুই বলেনা, তবে ফরেন্সিক রিপোর্ট ঘাটলে কিছু এক্সট্রা ইনফো পাওয়া যায় না। তাই আপনি একেবারেই জোর দিয়ে বলতে পারেননা, আপনার নোকিয়াটি বুলেটপ্রুফ, বরং একটা মিরাকল ঘটার অপেক্ষা করতে পারেন।
বলে রাখা ভাল, শুধু নোকিয়া নয়...স্যামসাং এবং আইফোনের কিছু মডেল এভাবে বুলেট আটকে দিয়েছে। তাই বেশি এক্সপেক্টেসন না রাখাই ভাল, কারণ উলটা ঘটনা ঘটার উদাহরণও কম নয়!
© Rivhu Datta
ইনফো সোর্সঃ
১। https://gadgets.ndtv.com/.../nokia-phone-allegedly-saves...
২। https://www.telegraph.co.uk/.../can-a-phone-stop-a.../
৩। https://www.techspot.com/.../66602-did-nokia-301-save-man...