Deoxyribonucleic Acid একটি যৌগিক অণু যা DNA হিসেবে পরিচিত। একটি অঙ্গাণু তৈরির জন্য এবং সেটিকে পরিচালনার জন্য DNA যাবতীয় তথ্য বহন করে। সাধারণ ভাষায় বলতে গেলে, DNA হলো বংশগতির একটি মূল উপাদান যা বংশগতির জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ করে ও বহণ করে।
অপরদিকে, জিন হলো DNA বা RNA তে অবস্থিত নিউক্লিওটাইডগুলোর সিকুয়েন্স এর উপাদানগুলোর সংশ্লেষণ কে এনকোড করে। সহজভাবে বলতে গেলে, জিন কতকগুলো DNA এর সমন্বয়ে গঠিত যা প্রোটিন কে কোড করে।