ক্র্যাকড সফটওয়্যার কি ?
ক্র্যাকড সফটওয়্যার হলো কপিরাইটেড সফটওয়্যার চুরি করে বা কোন সফটওয়্যারের সিস্টেম বাইপাস করে ফ্রিতে ব্যাবহার করা ।
ক্র্যাকড সফটওয়্যারে কি ঝুঁকি রয়েছে ?
হ্যা ! ক্র্যাকড সফটওয়্যার ব্যাবহারে যথেষ্ট ঝুকি রয়েছে । ক্র্যাকড সফটওয়্যার ব্যাবহারের ফলে আপনার সিকিউরিটি আপনি নিজেই ভেঙ্গে ফেললেন । বেশিরভাগ ক্র্যাকড সফটওয়্যারের মধ্যে ম্যালওয়ার এবং হ্যাকিং টুল লুকানো থাকে । কোন হ্যাকার আপনার পিসি আক্রান্ত করার উদ্দ্যেশ্যে কিছু পেইড সফটওয়্যারকে ফ্রি করে ছড়িয়ে দেয় । ক্র্যাকড সফটওয়্যার ব্যাবহারের ফলে চুরি হয়ে যেতে আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ন ডেটা ।
ক্র্যাকড সফটওয়্যার আপডেট হয়না । এসব আপনার সিস্টেমকে ঝুকিতে ফেলতে পারে।
ক্র্যাকড সফটওয়্যারে দেখা গেলো এটির নির্মাতা এমন কিছু গোপন ফাইল রাখলো যা আপনার সমস্ত তথ্য নিয়ে গেল । আপনার ব্যাক্তিগত তথ্য পাচারে ক্র্যাকড ফাইল সবচেয়ে বড় ভূমিকা রাখে। নিরাপত্তাজনিত কারণে ব্যাবহার না করাই শ্রেয় । নিরাপত্তা ঝুকি মোটেও অবহেলার বিষয় নয়।
©Soaibur rahman
তথ্যসূত্র : Quora