Al Addin আলোর বেগ শুন্য মাধ্যমে মাপা হইছে যেখানে কোনো কিছুর বাধা ই নাই। আর শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে মাপা হয়। আলো কিন্তু মাধ্যমের কোনো কণাকে আলোড়িত করে না কিন্তু শব্দ তরঙ্গ সেটা করে। তাই শব্দের জন্য যে মাধ্যমে অনু গুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব যত কম সেই মাধ্যমে শব্দের বেগ তত বেশি।