মানুষ মানেই মরণশীল।কোনো না কোনো ভাবে মানুষ মারা যাবেই।এইটাই প্রকৃতির নিয়ম।প্রকৃতির নিয়ম যে ভাঙে বা মানে না তার উপর বিপর্জয় নামবেই।
বর্তমান প্রযুক্তি তে তো আবিষ্কার সম্ভব নয়।সুদূর ভবিষ্যতেও করতে পারবে কিনা চিন্তার বিষয়!
আর ঔষধ এর সাইড এফেক্ট থাকে।যদি শারীরিক ভাবে মৃত্যু না ঘটলে এমন কিছু হতেও পারে যাতে মানুষ মারা যাবেই।কারণ আমাদের মহাবিশ্বও টিকে থাকবে আজীবন এমনটাও সঠিক নয়।
আর অমরত্বের ঔষধ আবিষ্কার যদি হয় এর সম্ভাবনা অনেক কম তবে প্রকৃতির নিয়মে ব্যাঘাত ঘটবে।আর প্রকৃতির ক্ষতি করে মানুষ বেঁচে থাকতে পারবে না।মানুষ কে মারা যেতেই হবে কোনো না কোনোভাবে।
তো অমরত্ব কখনোই সম্ভব নয়।যদি এমন কিছু তৈরি হয় তবুও বলা যায় না ঔষধ টা কতটা কার্যকর হবে বা মানুষ এই ঔষধ সেবনের পর কখনো অমর হতে পারবে কিনা।
তবে এমনকিছু আবিষ্কার হতে পারে যা মানুষ এর আয়ু বৃদ্ধি করতে পারে।এই ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু দেরিতে হবে।দুর্ঘটনা বা এই জাতীয়ভাবে মৃত্যুর ক্ষেত্রে আয়ু বৃদ্ধির ঔষধ কাজে লাগবে না!