চোখের পানি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমনঃ ইমোশনাল টিয়ারস (emotional tears), রিফ্লেক্স টিয়ারস (reflex tears) এবং বেসাল টিয়ারস (basal tears)। যখন কেউ কষ্ট পায় কিংবা আবেগ আপ্লুত হয়ে যায় তখন চোখে পানি আসলে সেটি emotional tears হিসেবে পরিচিত। আর পেয়াজ কাটার সময় চোখে পানি আসলে সেটি reflex tears হিসেবে পরিচিত। তবে কষ্ট পেলে যখন কেউ কান্না করে তখন সেই কান্নার পানিতে স্ট্রেস হরমোন কর্টিসল থাকে এবং সেই পাশাপাশি পেইনকিলার নিউরোট্রান্সমিটার হিসেবে থাকে লিউসিন এংকেফালিন।
যাই হোক, চোখের পানি যেই টাইপেরই হোক না কেন তবে এর তাপমাত্রা আমাদের শরীরের সাধারণ তাপমাত্রার মতই। কিন্তু যখন কেউ কান্না করে তখন সেই পানির তাপমাত্রা তুলনামূলক বেশি মনে হওয়ার কারন হলো ত্বক। কারন আমাদের ত্বক ঠান্ডা হবে নাকি গরম হবে সেটি আশেপাশের পরিবেশ এর তাপমাত্রার উপরও নির্ভরশীল। তাই মুখের ত্বক ঠান্ডা থাকা অবস্থায় কান্না করলে সেই পানি কিছুটা গরম মনে হবে।