মোবাইল অ্যাপ কোম্পানি গুলোর টাকা ইনকাম এর মূল উৎস হলো অ্যাড দেখানো। আমরা যখন কোনো অ্যাপে ঢুকি, তখন বিভিন্ন ধরনের অ্যাড শো করে, যেগুলো কখনো আমরা গেম এর কয়েন কিনতে, বা কোনো কিছুর জন্য দেখে থাকি।
অ্যাড বিভিন্ন ধরনের হতে পারে। কোনটা ব্যানার অ্যাড, যেগুলো অ্যাপস এর উপরে বা নিচে চিকন করে দেওয়া থাকে। কোনটা interstitial ads, যেগুলো কোনো কনটেন্ট এর মাঝে পপআপ আসে, আবার হতে করে রিওয়ার্ড ভিডিও অ্যাড। রিওয়ার্ড ভিডিও অ্যাড গুলো ৫-৩০ সেকেন্ড পর্যন্ত হয়। এটাতে বেশি ইনকাম হয়।
যখন কেউ কোনো অ্যাপ ডিজাইন করে, তখন অ্যাপস এর বিভিন্ন জায়গায় অ্যাড ইউনিট বসাতে হয়। যেগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া যেতে পারে। যেমন:
গুগল অ্যাডমব, ফেসবুক অ্যাড, এপ্লভন এড। এগুলোতে একাউন্ট খুলে ভেরিফাই করার পর অ্যাড ইউনিট তৈরি করতে হয়, এবং সেগুলো অ্যাপ এ বসাতে হয়।
এরপর যখন কোনো ইউজার অ্যাপ ইউজ করবে, তখন ঐ কোম্পানি গুলো অ্যাড শো করবে, সেখান থেকে কিছু টাকা অ্যাপ এর মালিক পেয়ে থাকে।