Nishat Tasnim -
শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের কান বেশি ঠান্ডা থাকে। কারণ নাকের মতো আমাদের কানেও protective fat tissue নেই এবং আমাদের কান কার্টিলেজ দিয়ে তৈরি। কানের নার্ভ গুলো ত্বকের নিচে অসুরক্ষিতই থেকে যায় এবং যেকোনো তাপমাত্রার পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। তাই শীতকালেও আমাদের কানের লতি ঠান্ডা থাকে। তারপর রক্ত চলাচলের অভাবে ধীরে ধীরে কানের ভিতরের অংশ ও ঠান্ডা হয়ে যায়।