হ্যাঁ, বিড়ালের ফলে অনবরত অনেক প্রানী ধ্বংস হচ্ছে। এ পর্যন্ত বিড়ালের কারণে প্রায় ৬৩ টি প্রজাতির প্রানী বিলুপ্ত হয়ে গেছে। তবে এর পিছনে মূলত দায়ী বন্য বিড়াল। কারণ তারা অনবরত প্রানীদেরকে হত্যা করে। এই সমস্যাটা মূলত ঘটছে যুক্তরাষ্ট্র এবং কানাডায়। বিড়াল প্রতি বছর শুধু ২.৩ বিলিয়ন পাখি শিকার করে তাছাড়া অন্য প্রানি তো আছেই। এমনকি যেসব বিড়াল ভালো খাওয়া পায় তারাও অন্য প্রানিদের হত্যা করে। মূলত এই কারনে বিভিন্ন প্রজাতির প্রানী বিলুপ্ত হয়ে যাচ্ছে।