Nishat Tasnim -
তেল খুব ধীরে ধীরে গরম হয় এবং গরম হওয়ার পর এর তাপমাত্রা হয় প্রায় ৩০০-৩৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস। যখন গরম তেলে পানি দেওয়া হয় তখন পানি হঠাৎ করে তরল অবস্থা থেকে জলীয়বাষ্পে পরিণত হয়। তারপর জলীয়বাষ্পের আয়তন পানির আয়তন এর থেকে বেশি হয়ে যায়। এই চাপের পরিবর্তন এর জন্য গ্যাস বাবল গুলো বিষ্ফোরণ হয়, যার জন্য পানি পড়লে তেল ছিটকে আসে, আগুন লেগে যায়।