আদিম মানুষের আগুন আবিষ্কার।
আর বিজ্ঞানী হিসেবে গ্রিক পন্ডিত থেলিস খৃঃপূর্ব ৫৮৫ অব্দে পূর্ব ঘোষণা মোতাবেক সূর্যগ্রহণ দেখিয়েছিলেন । তবে প্রাচীন ভারতীয়, মিশরীয় প্রভৃতি সভ্যতায়ও কিছু বৈজ্ঞানিক নিদর্শন দেখা যায়। সেখানেও নিশ্চয়ই কোন না কোন বিজ্ঞানী ছিলেন। তাই প্রথম বিজ্ঞানী কে ও আবিষ্কার কী তা ঠিকভাবে বলা সম্ভব নয়।