আমরা আমাদের প্রিয়জনের সাথে ছোটো থেকে বড় হই বা কোনো না কোনোভাবে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় যাতে থাকে স্নেহ-ভালোবাসা।লং টাইম ভালোবাসার ক্ষেত্রে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যা মেইনলি মা-বাবা বা নিকট-আত্মীয়ের জন্য হয়ে থাকে।
আর মন খারাপ হওয়ার আসল কারণ এটাচমেন্ট বা ওদের সাথে আমাদের সম্পর্কের গভীরতা। যখন তারা মারা যায় বা ছেড়ে চলে যায় তখন আমরা বুঝি বা জানি যে সে একবারে চলে গেছে।এমন মানুষ টি আমরা আর পাব না কোথাও।মানুষ তার প্রিয় জিনিস বা এমন কিছু হারালে যা তাকে আনন্দ দিত বা ভালো চাইত স্বাভাবিকভাবেই সে কষ্ট পাবেই।আবার অনেক ক্ষেত্রে নিজের মৃত্যুর কথা চিন্তা করেও অনেকে কাঁদে।
অনেকসময় দেখা যায় পরিবারের গুটিকতক মানুষের জন্য এই কষ্ট অনুভূত হয় না।এই যে বললাম এর পিছনে রয়েছে এটাচমেন্ট।আপনি যার সাথে বেশি ক্লোজ বা যে আপনাকে স্নেহ করে বেশি,আপনি মনে মনে অনেক শ্রদ্ধা করেন,ভালোবাসেন তাদের জন্য কষ্ট বেশি হবেই।