হ্যাঁ,ছোট ঘরেও শব্দের প্রতিধ্বনি হয়।কিন্তু সেক্ষেত্রে দূরত্ব কম হওয়ার কারণে প্রতিধ্বনিত শব্দ মূল শব্দ থেকে আলাদা করে শোনা যায়না।। সাধারণত শব্দ স্বাভাবিক তাপমাত্রায় প্রায় সেকেন্ডে ৩৩৫মিটার/সেকেন্ড বেগে চলে।আর "০"ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৩২মি./সেকেন্ড বেগে চলে।।আর তাই শব্দ সর্বনিম্ন ১৬.৬মিটার দূরত্বে গিয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলে আলাদাভাবে শোনা যাবে অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে।।কিন্তু ঘরের ভেতরে শব্দ হলে সেই শব্দ পর্যাপ্ত দূরত্ব অতিক্রম করতে না পারার কারণে প্রতিধ্বনি শোনা যায়না।