কারনে-অকারনে মিথ্যা কথা বলাকে "Pathological Lie" এর অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়। যারা অনিয়ত মিথ্যা কথা বলে থাকে তাদেরকে "Pathological Liar" বলা হয়। সাধারণ মানুষ বিভিন্ন কারনে মিথ্যা বলে থাকে। কিন্তু যারা প্যাথলজিক্যাল লায়ার তারা কোনো কারন থাকুক আর না থাকুক তবুও মিথ্যা বলে। তবে এটিকে মানসিক সমস্যার আওতায় ধরা হয় যদিও এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই অনেক সময় এটিকে সাইকোলজিক্যাল ডিজঅর্ডার-ও বলা হয়ে থাকে।