নেক্রোফিলিয়া বা মৃতদেহের সাথে যৌনাচার :
নেক্রোফিলিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ nekros (মৃতদেহ) ও philios (আকর্ষণ বা ভালোবাসা) থেকে এসেছে। এটি এক ধরণের প্যারাফিলিয়া (Paraphilia)। অস্বাভাবিক এবং বিকৃত যৌনাচারকে মেডিকেলের ভাষায় প্যারাফিলিয়া বলে। নেক্রোফিলিয়া পুরুষদের মাঝে বেশি দেখা যায় এবং বেশিরভাগ নেক্রোফিলিক ব্যক্তিই হয় মর্গ কিংবা হাসপাতালের সাথে জড়িত কেউ।
DSM-5 নেক্রোফিলিয়াকে Other Specified Paraphilic Disorder হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। নেক্রোফিলিয়ার মতো আচরণেদ এর মূল শেকড় থাকতে পারে শৈশবে। বয়ঃসন্ধিকাল অতিরিক্ত পর্ণ আসক্তি মানসিক বিকৃতি সৃষ্টি করতে পারে, এর ফলে মানুষ স্বাভাবিক যৌনাচারে আগ্রহ হারিয়ে ফেলে এবং বিকৃত যৌনাচারের দিকে ধাবিত হয়। এছাড়া সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় নেক্রোফিলিয়ার পিছনে একটি বড় কারণ হতে পারে।
অনেকে আবার কেবলমাত্র ফ্যান্টাসি থেকে নেক্রোফিলিয়ার পথ বেছে নেনে। এছাড়াও নেক্রোফিলিয়ার মোটিভ থাকতে পারে, যেমন : নেক্রোফাইল ব্যক্তি নিজের প্রস্তাবে সঙ্গীর প্রত্যাখ্যানের ভয়ে এই পথ বেছে নেন। আবার অনেকে মৃত সঙ্গীর সাথে পুনর্মিলনের উদ্দেশ্যে নেক্রোফাইল হয়ে উঠেন। কেস স্টাডি থেকে দেখা গিয়েছে প্রায় অর্ধেক সংখ্যক নেক্রোফাইলদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে এবং ১১% নেক্রোফাইলরা মনোরোগী।
মানুষ ছাড়াও স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, ব্যাঙ ইত্যাদি প্রাণীর মাঝে নেক্রোফিলিয়া লক্ষ্য করা যায়।
© নিশাত তাসনিম
রেফারেন্স : https://en.m.wikipedia.org/wiki/Necrophilia