কুয়াশা পরে কেন এটা বুঝতে হলে বুঝতে হবে শিশিরাঙ্ক কি! শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের শিশির হতে শুরু করে তাকে শিশিরাঙ্ক বলে।
শীতকালে তাপমাত্রা যখন শিশিরাঙ্কের কম হয় তখন বাতাসে জলীয় বাষ্পের কণাগুলো শিশির বা কুয়াশা এর মত ধারণ করে।