L Adhikary
এমন টা ঠিক নয়। আমরা আমাদের দেহকে যে ভাবে চালিত করব সেভাবে চালিত হবে।
মনে করেন ছোট বেলার কথা। প্রথম প্রথম আমরা সবাই কিন্তু হামাগুড়ি দিয়ে চলাফেরা করতাম। তারপর মা— বাবা বা অন্য বড় কেউ যখন আমাদের চলতে শিখালো তখন অনেকটা প্র্যাক্টিস করে পায়ের উপর ভর দিয়ে চলতে শিখলাম। শুধু কি তাই আমরা প্রচেষ্টা করে সাঁতার শিখতে পারি। তাই নির্দিষ্ট করে বলা ঠিক হবে না যে মানব দেহ খাড়াভাবে চলার জন্য তৈরি