অভিকর্ষজ বল,F=mg
g হলো অভিকর্ষজ ত্বরণ যা ধ্রুবক।
কিন্তু বস্তুর ভর ধ্রুবক নয়।বস্তুত ভর বা m পরিবর্তনশীল।ভর যত বাড়বে অভিকর্ষজ বল তত বাড়বে আবার ভর যত কম হবে অভিকর্ষজ বল তত কমবে।অর্থাৎ অভিকর্ষজ বল ও ভর সমানুপাতিক।
সুতরাং অভিকর্ষজ বল বস্তুর ভরের উপর নির্ভর করে।