মাথার ত্বক খুবই সেনসিটিভ। অতিমাত্রায় ক্ষারীয় কিংবা অম্লীয় কিছু ব্যবহার করলে চুল পড়ে যেতে পারে। কাপড় কাঁচার সাবান অতিমাত্রায় ক্ষারীয়। যার কারণে চুলের ত্বক মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া সাবান ব্যবহার করলেও ক্ষতি হবে।
শ্যাম্পুতে একটা ফিক্সড পিএইচ রেঞ্জ থাকে। যার কারণে ত্বকের কোনো ক্ষতি হয় না।