চুম্বকের আকর্ষণ শক্তি চৌম্বকিয় বল রেখার ঘনত্বের (সহজ বাংলায় ভীড়) উপর নির্ভরশীল । আর চুম্বকের এই ঘনত্ব তার দুই মেরু (উত্তর মেরু এবং দক্ষিন মেরু) তেই বেশি দেখা যায়।এখানে চুমবকীয় বলরেখা গুলোর ভিড় বেশি দেখা যায়।সেজন্য মেরু অঞ্চলে চুম্বকের আকর্ষণ সব চেয়ে বেশী ।
চুম্বকের সমমেরু পরস্পরর্কে বিকর্ষণ করে এবং বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে। এজন্য মেরু অঞ্চলে এর ঘনত্ব বেশি থাকে।
মাহফুজুর রহমান রিদোয়ান