মৃত্যুর পর দেহ বিজ্ঞানের জন্য দান করে দিলে মৃতদেহের চোখ, কিডনি, লিভার, চামড়া, হার্ট ইত্যাদি অঙ্গগুলো অন্য রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ভেতরে প্রতিস্থাপন করতে হয়। আর বাকি দেহ মেডিকেলের শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় ব্যবহৃত হয়।