তাত্ত্বিকভাবে, দুটি পদ্ধতিতে কোনাে বস্তুকে টেলিপাের্ট করা সম্ভব। একটি হলাে দৈহিকভাবে একটি জায়গায় ধীরে ধীরে ভেঙে ফেলে আরেক জায়গায় (ধরা যাক, বাসা থেকে তােমার স্কুলে) কাউকে নতুন করে তৈরি করা। আরেকটি হলাে কাউকে প্রেরণযােগ্য ডেটায় রূপান্তর করে হয়তাে টেলিফোনের তার বা ফাইবার অপটিকস কে দিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া।