পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে দুটা হরমোন হরমোন রিলিজ হয়। লুটিনাইজিং হরমোন এবং প্রোল্যাক্টিন হরমোন৷ লুটিনাইজিং পুরুষদেহে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হওয়াও নিয়ন্ত্রণ করে৷ আর প্রোল্যাক্টিন হরমোন(শুধু মেয়েদের) মেয়েদের স্তনগ্রন্থির বৃদ্ধি আর দুগ্ধগ্রন্থীর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
অবশ্য ভাবতে অবাক লাগে মাত্র আধা গ্রামের একটুকরো নিউরণ খন্ড মানব দেহে সবচেয়ে বেশী প্রভাব রাখে৷ পিটুইটারি শরীরের বাকি সব হরমোনগ্রন্থির সুইচ হিসেবে কাজ করে। আসলেই মাস্টার গ্লান্ড !