আমাদের ত্বকের এপিডার্মিসের একদম নিচের স্তরকে বলা হয় ম্যালানোসাইট । এই ম্যালানোসাইট শরীরের স্বাভাবিক ঔজ্জ্বলতা / রং তৈরী করে । ম্যালানোসাইট সাধারণত ছড়িয়ে- ছিটিয়ে তৈরি হয়। কিন্তু যদি একটি বিশেষ জায়গায় একত্রে তৈরি হয়ে যায় তাহলে শরীরের যেই স্থানে এটি তৈরি হয়, সেই স্থানে একটি ছাপ পড়ে যায় যা সাধারণত সূর্যের সংস্পর্ষে এলে কালো বর্ণ ধারণ করে। এটাই হলো তিল ।