Antimatter বা প্রতিপদার্থ হচ্ছে কণার প্রতিরুপী এক ধরনের বিপরীত কণা। সহজ ভাষায় বললে কণার বিপরীত চার্জযুক্ত মৌলিক কণিকা সমন্বয়ে গঠিত একধরনের পার্টিকেল। যার ভর এবং স্পিন অন্য একটি কণিকার সমান, কিন্তু যার তাড়িৎ আধান, ব্যারিয়ন সংখ্যা, লেপটন সংখ্যা প্রভৃতি অন্য কণিকাটির সমমানের অথচ বিপরীতধর্মী। যেমনঃ প্রতিপ্রোটন বা অ্যান্টিপ্রোটন হল প্রোটনের বিপরীত এবং পজিট্রন হলো অ্যান্টি ইলেক্ট্রন