বাংলাদেশের প্রথম ন্যানোস্যাটেলাইটের নাম ''ব্রাক-অন্বেষা'' | এই ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস্ ইসলাম, আব্দুল্লাহ হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ার উদ্যোগে এটি নির্মাণ করে জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজি(কেআইটি)| এটি ২০১৭ সালের ৭ জুলাই মহাকাশে উৎক্ষেপণ করা হয়| এটি প্রতিদিন পৃথিবীক ১৬ ও প্রতিদিন ৪ থেকে ৬ বার বাংলাদেশ কে প্রদক্ষিণ করছে|