পার্থেনোজেনেসিস বা অপুংজনি হল এমন এক ধরনের প্রজনন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডিম্বাণু টি নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয়।
পার্থেনোজেনেসিস প্রধানত দুই প্রকার যথা 1 হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এবং 2 ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস।
যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হলেও তা নিষিক্ত না হয় সরাসরি ভ্রূণের সৃষ্টি করে তখন তাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে। এ প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদো হ্যাপ্লয়েড হয় এবং অনুর্বর হয়।
যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় এবং ভ্রুণে পরিণত হয় তাকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলে।