যখন মানুষের জিনের মিউটেশন ঘটে,তখনই বিবর্তন সংঘটিত হয়।মিউটেশনের কারণে মানুষের আঙ্গিক পরিবর্তন হয় না।বিবর্তন সংঘটিত হওয়ার পরেও, মানুষের হাড়,নটোকর্ড, নটোকর্ডের মেরুদন্ডতে পরিণত হওয়ার ও কোনো পরিবর্তন ঘটে নি।তাই,ভ্রণ দশায় পায়ুর পশ্চাতে থাকা নটোকর্ড বা স্থিতিস্থাপক লেজ এখনো কক্কিক্স হিসেবে নিস্ক্রিয় অবস্থায় বিরাজ করছে।